জেনে নিন ওয়েবসাইট যেভাবে কাজ করে

দয়া করে পড়ে কমেন্টে আমাকে আরো বলুন এবং ভুল করলে তা জানান আমাকে।
এটা মূলত জানার জন্য একটা টিউন। আমি ওয়েবসাইট এর ভূবনে একদম নতুন। কিভাবে ওয়েবসাইট তৈরী করতে হয় তাও ঠিক জানি না। তবে আজকে কলেজ থেকে বাসায় আসার পথে এটা নিয়ে চিন্তা করতেছিলাম। আমার নিজের চিন্তাধারার কথা এখন আপনাদের আমি বলব। তবে একটা অনুরোধ রইল অভিজ্ঞদের প্রতি। আমার এই টিউন যদি ভুল অথবা কোন সংসাশোধনের দরকার পড়ে তাহলে কমেন্ট করে জানাবেন।
https://encrypted-tbn1.google.com/images?q=tbn:ANd9GcSwSl8Nrsu-T4O-QuCXLEbXVSZV-4o_w3HHG4Zkm3KE19KN7KB78g
যেকোন ওয়েবসাইটের একটা নিদিষ্ট ডোমেইন নেম থাকে। ওয়েবসাইটের তথ্য গুলো নেটে আপলোড করতে হয়। সকল ওয়েবসাইট অসংখ্য লিঙ্ক এর সমষ্টি। হোমপেজ হচ্ছে প্রথম এবং প্রধান পেজ। এখানে থাকে একটা ওয়েবসাইটের সকল তথ্য। আমার মতে সেই ওয়েবসাইট সবচেয়ে সুন্দর যেখানে ওয়েবসাইটটির সকল কন্টেন্ট এর লিঙ্ক হোমপেজে থাকে। এংকর ট্যাগ এর মাধ্যমে লিঙ্ক ক্রিয়েট করা হয়ে থাকে। যারা এইচ টি এম এল জানেন তারা এংকর ট্যাগ সম্পর্কে জানেন। যেকোন তথ্য আপলোডের পর যার মাধ্যমে সেগুলোকে সো করানো হয় বা দেখানো হয় তাকে ওয়েবসাইট বলে।আমি আবার বলছি হোমপেজে থাকে সকল লিঙ্ক। ওয়েব ডিরেক্টরিতে আপনি যে ফাইলগুলো আপলোড করেছেন এখন সেগুলকে দেখানোর জন্য হোমপেজে লিঙ্ক ক্রিয়েট করতে হয়। ওয়েব ডিরেক্টরি বলতে বোঝায় যেকোন স্থান, যেমন আপরার কম্পিউটারের ড্রাইভ টাও কিন্তু একটা ওয়েব ডিরেক্টরি মনে করতে পারেন। এক্সাম্প (xampp) সফটওয়ার টা যারা ব্যবহার করেছেন তারা জানেন। পি এইচ পি সিখতে চাইলে এটা লাগে। মনে করেন আমি একটা ওয়েবসাইট খুলছি যার এড্রেস হলো: www.mathanosto.com আসলে এই নামে কোন ওয়েবসাইট আছে কি না আমি জানি না। এটা শুধু উদাহরন। আমি mathafuta, mathathanda, mathakata এই নামের তিনটা ফাইল আপলোড করেছি। এখন এগুলাকে হোমপেজে অথবা www.mathanosto.com এর যেকোন স্থানে লিঙ্ক এর মাধ্যমে সো করাতে হবে। মনে করুন আমি একই ডিরেক্টরিতে সব জিনিস রেখেছি। একই ডিরেক্টরিতে সকল ফাইল রাখলে খুব সুবিধা হয় , শুধু নাম লিখেই লিঙ্ক ক্রিয়েট করা যায়। কিন্তু এক্সটেনসন হিসেবে আপনাকে বা আমাকে উল্লেখ করতে হবে ফাইলটি কোন ফরমেটে আছে। mathafuta, mathathanda, mathakata সব কিন্তু html ফরমেটে আছে। নিচে দেখুন কিভাবে লিঙ্ক ক্রিয়েট করে ওয়েবসাইডাররা--
<DOCTYPE html>
<head>
<title>mathafuta </title></head>
<a href=”mathafuta.html”>orginal mathafuta</a>
<a href=” mathathanda.html”>orginal mathathanda </a>
<a href=” mathakata.html”>orginal mathakata a</a>
</html>
সব কিছুর মুলে আছে লিঙ্ক। বাস্তবেও তাই , আপনার আমার মাঝে যদি লিঙ্ক না থাকে তবে কী আমাদের মাঝে সম্পর্ক ভালো হবে। তাই লিঙ্কই প্রধান। যেকোন ওয়েবসাইটের পেজ সোর্স দেখলে আপনি বুঝতে পারবেন আরো ভালো করে।
আজকে এ পর্যন্তই আর কিছু মাথাতে আসতেছে না। যারা সিনিয়র তারা যদি আমাকে ডোমেইন এবং হোস্টিং আরো একটু ভালো করে বলেন তাহলে খুব ভালো হয় আমার। এটা নিতান্তই আমার চিন্তা ছাড়া কিছু না। যদি ভুল হয় তাহলে ক্ষমার চোখে দেখে ভুলটা ধরিয়ে দিলে খুসি হব।
Share this article :
 

একটি মন্তব্য পোস্ট করুন

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. Incomonline |World's First, The Largest and Most Popular Bangla Technology Social Media... - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger