এই সফটওয়্যারটিকে দেখতে খুব সাধারন মনে হলেও এটা খুবই শক্তিশালী. ওয়েবসাইট কিংবা অন্য কোন প্রজেক্টের জন্য আপনি ভাল মানের ফ্লাশ এনিমেশন কোন প্রকার কোডিং ব্যতীতও ভালভাবে করা যায়. এই সফটওয়্যারটির মূল ইন্টারফেস এডোবি ফ্লাশ সফটওয়্যারের মতই. কাজেই ফ্লাশ ব্যবহারে কম বা বেশি দক্ষ যে কেউ খুব সহজে এই সফটওয়্যার নিয়ে কাজ করতে পারবেন. নতুন ব্যবহারকারীরা প্রথমে কিছুটা সমস্যার সম্মুখীন হলেও কিছুদিন সময় দিলে তারাও বেশ দক্ষ হয়ে উঠবে. এই সফটওয়্যারে 50 টিরও বেশি কাস্টমাইজেবল ইফেক্ট দেওয়া আছে এবং প্রায় 100 টিরও বেশি ইফেক্টের প্রিসেট রয়েছে. সফটওয়্যারটির প্রধান ওয়েবসাইটে বেশ কিছু টিউটোরিয়ালও দেওয়া রয়েছে যা আপনাকে এনিমেশন তৈরী করতে খুবই সাহায্য করবে. টিউটোরিয়ালটির ঠিকানা হচ্ছেঃ http://vectorian.com/help/tutorials.
এই সফটওয়্যারটির ফীচারগুলো হচ্ছেঃ
- 1. এনিমেশন তৈরী করতে আপনাকে কোন কোডিং জানতে হবে না.
- ২. আপনি প্রফেশনাল মানের ভেক্টর ইলাস্ট্রেশন তৈরী করতে পারবেন. এখান আপনি সাধারন শেপ থেকে কাস্টম শেপসহ আরো অনেক কিছু পাবেন.
- 3. ভেক্টর অবজেক্টকে আপনি যে কোন উপায়ে ট্রানফর্ম করতে পারবেন.
- 4. সকল অবজেক্টকে আপনি একটা লাইব্রেরীর ভিতরে সাজিয়ে নিতে পারবেন.
- 5. মোশন Tweening এবং আকার Tweening নামে ২টি পদ্ধতির সাহায্যে আপনি অবজেক্টের এনিমেশন তৈরী করতে পারবেন.
- 6. এই সফটওয়্যারটিতে প্রচুর পরিমানে ইফেক্ট রয়েছে যা আপনাকে দারুন দারুন এনিমেশন তৈরী করতে সাহায্য করবে.
- 7. এই সফটওয়্যার ActionScript 2 সাপোর্ট করে (কিন্তু ActionScript 3 সাপোর্ট করে না).
- 8. এই সফটওয়্যার ফ্লাশ 8 এর ব্লেন্ড এবং সকল ফিল্টারকে সম্পূর্ণভাবে সাপোর্ট করে.
- 9. এই সফটওয়্যারের মাধ্যমে আপনি ব্যাকগ্রাউন্ডে সাউন্ড এবং মিউজিকও সেট করতে পারবেন.
একটি মন্তব্য পোস্ট করুন